সেনেগালের অধিনায়কের আর্মব্যান্ডে আজ লেখা ছিল ১৯ নম্বর। গ্যালারিতে বর্ণময় সেনেগালের সমর্থক পারফরমার, দর্শকদের গায়ে, টুপিতে, জামায় আজ লেখা ছিল ১৯ নম্বর। এই ১৯ নম্বর জার্সিকেই যে অমর করে রেখে গেছেন সেনেগাল ফুটবলের মহানায়ক পাপা বউবা দিউপ। ২০২০ সালের নভেম্বর মাস শুধু কেড়ে নেয়নি আর্জেন্টিনা তথা বিশ্বফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে। ২৫ নভেম্বর মারাদোনার মৃত্যুর ঠিক চারদিন পরে ২৯ নভেম্বর ২০২০ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেনেগাল ফুটবলকে নতুন উচ্চতায় পৌছে দেওয়া সৈনিক পাপা দিউপ।
by দেবাশিস মজুমদার | 30 November, 2022 | 949 | Tags : Senegal Qatar World Cup African Lions papa diop